Raymond Reddington, একজন এফবিআই টপ রেটেড অপরাধী। যাকে ২০ বছর ধরে এফবিআই খুজছে। হঠাৎ সে একদিন এফবিআই হেড কোয়ার্টে আসে এবং সে একটা নেগোশিয়েশন অফার করে, তার দীর্ঘ ক্রাইমের সময়ে সে একটা অপরাধীদের একটা লিস্ট বানিয়েছে, যার নাম ব্ল্যাক লিস্ট। এই লিস্টে আরো অপরাধীদের নাম আছে যাদের এফবিআই সহ বিশ্বের টপ অপরাধী। আবার এমন অপরাধ আছে যা কেউ জানেও না! এই লিস্ট শেয়ার করতে চায়, তাদেরকে ধরার জন্য কাজও করতে চায় । এর জন্য RED একটা সাধারন জীবন পেলেও পেতে পারে। সে অনেক জায়গাতে যেতে পারবে যা সাধারণ মানুষ যেতে পারে না! মানুষ হিসেবে সে অনেক অনপ্রেডিকটেবল, নিজের স্বার্থের জন্য খুন করতেও পারে! আর এই পুরা ব্যাপারে সে এফবিআই এর একজন এজেন্টের সাথেই কমিউনিকেশন রাখবে, এলিজাবেথ কিন যিনি রেডএর মেয়ে কিন্তু এটা কেউ জানে না!